রাষ্ট্রীয়ভাবে বাউল দিবসের স্বীকৃতি দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৭ নভেম্বর ২০২৪

রাষ্ট্রীয়ভাবে বাউল দিবস পালন ও স্বীকৃতির দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি দিয়েছে ময়মনসিংহে জেলা বাউল সমিতি।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেন তারা। এর আগে নগরীর বুড়াপীর মাজারের সামনে থেকে আধ্যাত্মিক গানে গানে মানবতার জন্য পদযাত্রা করেন বাউল শিল্পীরা।

পদযাত্রা শেষে বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা ময়মনসিংহ নগরীতে অবস্থিত এশিয়ান সংগীত জাদুঘরে বাউল গান পরিবেশন করেন।

সমিতির সাধারণ সম্পাদক বাউল শিল্পী রেজাউল করিম আসলাম জাগো নিউজকে বলেন, বাউল গান শুধু গান নয়, এটি মনের প্রশান্তি হিসেবে কাজ করে। বাউল গানে যেমন রয়েছে প্রশান্তি, তেমনি রয়েছে আধ্যাত্মিকতা ও মানবতার প্রেম।

রাষ্ট্রীয়ভাবে বাউল দিবসের স্বীকৃতি দাবি

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ময়মনসিংহে প্রায় পাঁচশ বাউল শিল্পী, যন্ত্র শিল্পীদের নিয়ে বাউল সমিতি গঠন করা হয়েছে। বাউল শিল্পীদের জীবন-জীবিকা নির্বাহ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই হতদরিদ্র, প্রতিবন্ধী, অসচ্ছল বাউল শিল্পীদের জন্য বাউল সংগীত পরিবেশন করা অত্যন্ত প্রয়োজন।

প্রসঙ্গত, বাউল গানকে ‘মানবতার মৌখিক ও অমূর্ত ঐতিহ্যের ধারক’ হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো)।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা বাউল সমিতির সভাপতি বাউল সুনিল কর্মকার, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাউল গফুর, বাউল সেতারা বেগম, বাউল রফিক, বাউল মালেকা প্রমুখ।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।