পরীক্ষার রুটিনে শেখ হাসিনা মনোগ্রাম, প্রধান শিক্ষককে শোকজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৭ নভেম্বর ২০২৪

বগুড়ার ধুনট উপজেলায় গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’—লেখা মনোগ্রাম সম্বলিত রুটিনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেন।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার সই করা এক পত্রে প্রধান শিক্ষক আতাউর রহমানকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে কারণে দর্শানোর এ নোটিশ দেওয়া হয়।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৪ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার তিন দিন আগে শিক্ষার্থীরা পরীক্ষার রুটিন সংগ্রহ করেছেন। ছাপা কাগজে ওই রুটিনের ওপরে ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’—লেখা মনোগ্রাম রয়েছে। শিক্ষার্থীরা ওই রুটিনেই প্রতিদিন পরীক্ষা দিচ্ছেন।

বুধবার দুপুরের পর ওই রুটিন গণমাধ্যমকর্মীদের হাতে পৌছলে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।

এ বিষয়ে গোপালনগর ইউনিয়ন আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ‘অসাবধানতাবশত এই ভুল হয়েছে। এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ হাতে পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জবাব দাখিল করা হবে।’

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা একরামুল হক সরকার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল বলেন, প্রধান শিক্ষক আতাউর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।