স্কেভেটর দেখতে গিয়ে দেওয়াল ধসে শিশু নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ২৭ নভেম্বর ২০২৪

নোয়াখালীর বেগমগঞ্জে রাস্তার পাশে দেওয়াল ধসে মো. ফয়সাল হোসেন (৯) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন পথচারী আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে তার মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে দুপুরে জিরতলী-মজুমদারহাট সড়কের তাজুল ইসলাম মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. ফয়সাল হোসেন জিরতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জিরতলী গ্রামের মো. মিজান ওরফে বাহাদুরের ছেলে। সে স্থানীয় আল হেরা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

আহত ছয়জনকে নোয়াখালী ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আল হেরা ক্যাডেট মাদরাসার পাশে সড়ক সংস্কারের কাজে খননযন্ত্র (স্কেভেটর) দেখতে যায় ফয়সাল হোসেন। এসময় খননযন্ত্রে ত্রুটি দেখা দিলে রাস্তার পাশের পুরোনো দেওয়ালের ওপর মেশিনের মাথা রেখে ঠিক করার সময় দেওয়ালটি ধসে পড়ে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, অপমৃত্যু মামলার তদন্ত চলছে। খননযন্ত্রের কম্পনে দেওয়ালটি ধসে পড়তে পারে। তবুও কারো অবহেলা বা কেউ দায়ী হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।