চট্টগ্রামে মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৩:০৯ এএম, ২৭ নভেম্বর ২০২৪

সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১১টায় চট্টগ্রামের পাহাড়তলীর সরাইপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা বেশ কিছুদিন যাবত চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সাবের আহমেদের বাসায় অবস্থান করছিলেন।

গ্রেফতাররা হলেন- মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (৪৮), মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইয়াছিন উল্লাহ (৪৪), খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮), ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আবু হেনা বাদশা (৪২), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোমিনুল ইসলাম (৩৪) এবং যুবলীগের সক্রিয় কর্মী আব্দুর রহিম ওরফে ডাকাত রহিম (৩২)।

পাহাড়তলি থানা পুলিশ বলছে, রাতে তারা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার তাদের আদালতে হাজির করা হবে।

তাদের বিরুদ্ধে মিরসরাই ও জোরারগঞ্জ থানায়, চুরি-ডাকাতি, ভাঙচুর-অগ্নিসংযোগ ও মাদক চোরাচালান, জমি দখলসহ একাধিক মামলা রয়েছে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।