সুন্দরবনে কার্গোর সঙ্গে নৌকার সংঘর্ষে জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৪

সুন্দরবনের ভেতরে মালবাহী কার্গো জাহাজের সঙ্গে কাঁকড়া ধরার নৌকার সংঘর্ষে পানিতে পড়ে গিয়ে নুরুল ইসলাম (৪৮) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) গভীর রাতে সুন্দরবন খুলনা রেঞ্জের অধীন বজবজা টহল ফাঁড়ির ঝপঝুপিয়া নদীতে এ ঘটনা ঘটে।

সুন্দরবনে কার্গোর সঙ্গে নৌকার সংঘর্ষে জেলে নিখোঁজ

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ জেলের সন্ধানে নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে। আজও দিনব্যাপী তল্লাশি চালান বন বিভাগ ও নৌপুলিশের সদস্যরা।

নুরুল ইসলাম উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের শেখসরদারপাড়া গ্রামের জব্বার শেখের ছেলে। তবে তার সঙ্গে থাকা অপর এক সঙ্গী জাকির হোসেন সাঁতরিয়ে নদীর কিনারায় উঠে এলে তাকে উদ্ধার করে বন বিভাগ।

সুন্দরবনে কার্গোর সঙ্গে নৌকার সংঘর্ষে জেলে নিখোঁজ

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) কাশিয়াবাদ স্টেশন থেকে কাঁকড়া ধরার পারমিট নিয়ে নদীতে যান নুরুল ইসলাম। কাঁকড়া ধরা শেষে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তারা।

বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, রাতের আঁধারে কার্গো জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নৌকাটি ডুবে যায়। নৌকায় দুই জেলে থাকলেও একজন সাঁতরিয়ে নদীর কিনারে এলে তাকে উদ্ধার করা হয়। নিখোঁজ জেলের সন্ধান এখনো মেলেনি। তবে কার্গো জাহাজের নাম শনাক্ত করার চেষ্টা চলছে।

আলমগীর হান্নান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।