বিএনপি সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে: টুকু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৬ নভেম্বর ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কয়েকটি দেশে বিপ্লব হয়ে গেছে। শ্রীলঙ্কা, ইরাক ও মিশরে গণঅভ্যুত্থানের পরেও যেখানে পুলিশ থাকে না সেখানে বিচ্ছিন্ন ঘটনা হওয়াটা স্বাভাবিক। বিপ্লবীরা লেজ রেখে যান শয়তানি করে। সেটি প্রতিরোধ করে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করবে। বিএনপি সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিনার ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খুনি হাসিনা আমাকে নয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। আমি বলছি হাসিনার বিচার আমি মানি না, মানব না।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রমুখ বক্তব্য রাখেন।

রবিউল হাসান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।