রংপুরে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১০:৩২ এএম, ২৬ নভেম্বর ২০২৪

রংপুরের কাউনিয়ায় অতিদরিদ্রদের চাল বিতরণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিদুল হক।

মহিদুল হক বলেন, স্থানীয় সরকার বিভাগের উপসচিব পলি কর স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ আছে- উপজেলার ১নং হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদের বিরুদ্ধে অতিদরিদ্রদের জন্য পরিবারের ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়ম, একই মৃত ব্যক্তির ভিন্ন ভিন্ন ওয়ারিশ সনদ প্রদান এবং গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি না করার অভিযোগ করা হয় রংপুর জেলা প্রশাসক বরাবর। রাজু আহমেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগ গত ২১ নভেম্বর ২০-৮৮৮নং প্রজ্ঞাপনে জনস্বার্থে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি করেছে।

রংপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রায়হান কবীর বলেন, অতিদরিদ্রদের জন্য পরিবারের ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়মসহ বিভিন্ন বিষয়ের অভিযোগের প্রেক্ষিতে রাজু আহমেহকে শোকজ করা হয়েছিল। কিন্তু তার জবাব সন্তোষজনক ছিল না। তাই জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ধারা অনুযায়ী ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট প্রকাশের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন, জারি করা প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী ২৫ নভেম্বর সোমবার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৫(১)(২) ধারা মোতাবেক ১নং হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

এ বিষয়ে জানতে হারাগাছ ইউনিয়ন পরিষদের অপসারণ হওয়া চেয়ারম্যান রাজু আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জিতু কবীর/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।