চিন্ময় কৃষ্ণ গ্রেফতার: প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৬ নভেম্বর ২০২৪

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন জেলায় প্রতিবাদ জানিয়েছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে।

এ ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। সোমবার (২৫ নভেম্বর) রাতে এই বিক্ষোভ ও সমাবেশ করেন তারা।

বিক্ষোভ মিছিলটি শহরের দেওভোগ এলাকা থেকে শুরু হয়ে চাষাঢ়া বিজয়স্তম্বে এসে শেষ হয়। সেইসঙ্গে তারা চাষাঢ়া মোড়ে অবস্থান নিয়ে চিন্ময় কৃষ্ণের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফলে কিছুক্ষণের জন্য শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর অনুরোধে রাত সাড়ে ১০টার দিকে তারা সড়ক থেকে সরে যান।

বিক্ষোভ মিছিল শেষে চাষাঢ়ায় অবস্থান নিয়ে বক্তারা বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। বিনা অপরাধে কেন তাকে গ্রেফতার করা হলো? অতি শিগগিরই তাকে মুক্তি না দিলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেফতার: প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শহরে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে কুড়িগ্রামে এ ঘটনায় প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট। সোমবার রাতে প্রতিবাদ মিছিলটি পৌর শহরের কালিবাড়ি থেকে বের হয় শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট কুড়িগ্রাম শাখার প্রধান সমন্বয়ক রাজিব সরকার অপু, সমন্বয়ক দ্বীপক তরফদার, সাগর বনিক, প্রদ্বীপ বনিক, অলক দাশ, রতন রায়সহ অনান্য নেতাকর্মীরা।

এছাড়া চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা অবিলম্বে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি জানান। অন্যথায় আগামীতে তাদের বৃহত্তর কর্মসূচির আহ্বান থাকবে বলেও হুঁশিয়ারি প্রদান করেন।

এ সময় তারা মঙ্গলবার বেলা ১১টায় নগরীর শিববাড়ী মোড়ে গণ জমায়েত, বিক্ষোভ সমাবেশ ও মিছিলসহ খুলনা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন।

এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।