এক হাজার কেজি পলিথিন জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২৫ নভেম্বর ২০২৪

ঝালকাঠির রাজাপুরে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে এক হাজার ৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় গোডাউনের ম্যানেজার সম্রাট হাওলাদারকে (২৯) ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মেডিকেল মোড় এলাকায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব। এসময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা ও পরিদর্শক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

আনজুমান নেছা বলেন, ১৮১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। যার মূল্য আনুমানিক আড়াই লাখ টাকার বেশি। প্রতিষ্ঠানের মালিককে না পাওয়ায় ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মো. আতিকুর রহমান/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।