বগুড়া কারাগারে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২৫ নভেম্বর ২০২৪

বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুল লতিফ (৬৭) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

সোমবার (২৫ নভেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেল সুপার ফারুক আহমেদ কয়েদির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, গত ১৫ আগস্ট মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গ্রেফতার হয়ে বগুড়া কারাগারে আসেন আব্দুল লতিফ। শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জেল সুপার আরও জানান, আব্দুল লতিফের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।