বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতি
জেলা কমিটির পর এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১১২ সদস্যের রংপুর মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইউল্যাব শিক্ষার্থী ইমতিয়াজ আহম্মেদ ইমতিকে আহ্বায়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহমত আলীকে সদস্য সচিব করে ৬ মাস মেয়াদি রংপুর মহানগরের আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।
এতে মুখ্য সংগঠক কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের আলী মিলন, রংপুর ইন্সটিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির নাহিদ হাসান খন্দকারকে মুখপাত্র করা হয়েছে।
এছাড়া যুগ্ম আহ্বায়ক রয়েছেন কারমাইকেল কলেজের সাজ্জাদ হোসেন, বেরোবির আরিয়ান আফ্রিদি রাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জামিল হোসেন, পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের শাহ মোতাওয়াক্কিল বিল্লাহ ফকিরসহ আরও ৪ জন৷ যুগ্ম সদস্য সচিব হয়েছেন বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেক্সটাইল বুটেক্সের আসির সাদিক রাফি, সরকারি তিতুমীর কলেজের মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ফারহান তানভীর ফাহিম, বেরোবির হাজিম উল হক, আরসিসিআইয়ের সিয়াম আহসান আয়ানসহ আরও ৪ জন।
সংগঠক হিসেবে রয়েছেন এআইইউবি শিক্ষার্থী জুবায়ের আহমেদ হিমন, কবি নজরুল কলেজের মাহমুদ হাসান মুহিব, ধামরাই কলেজের একেএম আহনাফ হোসেনসহ আরও ৮ জন এবং সদস্য পদে রয়েছেন ৮০ জন৷
জিতু কবীর/এফএ/জিকেএস