ডেঙ্গুতে বাবার মৃত্যু, ছেলের অবস্থাও সংকটাপন্ন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২৪ নভেম্বর ২০২৪

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার (২৩ নভেম্বর) মারা যান পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহমান মজুমদার (৬৫)। সেই শোকে পরিবারের সবাই শোকাচ্ছন্ন। এ অবস্থায় জানা গেল, আব্দুর রহমান মজুমদারের ছেলে রমজান আলী মজুমদারও (৩২) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সংকটাপন্ন। তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরীক্ষায় আব্দুর রহমান জানতে পারেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত। এরপর তিনি নিজ বাড়িতে চিকিৎসা নিতে থাকেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে ২০ নভেম্বর তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান।

এদিকে, শরীরে জ্বর অনুভব হলে ১৯ নভেম্বর ছেলে রমজান আলী বেসরকারি একটি হাসপাতালে রক্ত পরীক্ষায় জানতে পারেন তারও ডেঙ্গু পজিটিভ। এরপর বাড়িতে চিকিৎসা নিতে থাকেন তিনি। শনিবার বাবার মৃত্যুর পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় রমজান আলীকে।

রমজান আলী মজুমদারের নিকটাত্মীয় জহুরুল ইসলাম জাগো নিউজকে জানান, বাবা মারা যাওয়ার পর রমজান আলী মানসিকভাবে ভেঙে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় তার অবস্থাও সংকটাপন্ন।

শেখ মহসীন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।