নারায়ণগঞ্জ

ব্যানারে নাম না থাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২৪ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে বিএনপি নেতার নাম না থাকায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে। মঞ্চে ব্যানার টাঙানো ব্যানারে ইউনিয়ন বিএনপির নেতা আমির হোসেনের নাম না থাকায় বিতণ্ডা শুরু হয়। পরে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারির অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এই ঘটনার জের ধরে আমির হোসেনের অনুসারীরা অনুষ্ঠানের মঞ্চ ভেঙ্গে ফেলেন। এ খবর মাসুম শিকারী অনুসারীদের মধ্যে পৌঁছালে বিকেলে দেশিয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে আমির হোসেনের বাড়িতে হামলা করে। এক পর্যায়ে আমির হোসেনের অনুসারীরা পাল্টা হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় বিএনপির কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। সেই সাথে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কোন পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।