দিনাজপুরে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৪ নভেম্বর ২০২৪

দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়েল রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানিক দল। উদ্ধার করা হয়েছে ৭.৬২ মিমি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন।

শনিবার রাতে ঘোড়াঘাট পৌরসভার মাছুয়াপাড়া গ্রামে জুয়েল রানার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জুয়েল ঘোড়াঘাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। তাকে পলাশবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনা সদস্যরা।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে জুয়েলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার কাছে পিস্তল ও গুলি থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যে গাইবান্ধার পলাশবাড়ী থানার উইতসাগর গ্রামে তার ভগ্নীপতির বাড়ি থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে যৌথবাহিনী।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, আমরা বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করবো। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। আটক যুবকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। অস্ত্রটি তিনি ৫ আগস্টের পর কোনো এক সময় কিনেছেন। তিনি যার কাছে থেকে কিনেছেন এবং অস্ত্র কেনার টাকা কার কাছে থেকে পেয়েছেন, সে তথ্য পেয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

মো.মাহাবুর রহমান/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।