বরিশাল বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪১
২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বোর্ডে ৭৯ দশমিক ৪১ ভাগ পাস করেছে। গত ৪ বছরের মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার সবচেয়ে কম। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৪ দশমিক ৯৬ ভাগ।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৩ পরীক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ১ হাজার ৫০৪ এবং ছাত্রী ১ হাজার ৬০৯ জন। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৫৮ জন কম।
বুধবার বেলা ১১টার দিকে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মো. আলমগীর এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন। এ সময় তার কাছে জানতে চাওয়া হলে দুই বছর ধরে কেন পাসের হার কমছে? এর উত্তরে পরীক্ষা নিয়ন্ত্রক বললেন, গত বছর অংক বিষয় সৃজনশীলভুক্ত হয়। ওই বছরই প্রথম পাসের হার কমে। এবার আরও কমেছে। সে হিসেবে ধাণো করা হচ্ছে, অংক বিষয় সৃজনশীল হওয়ায় পাসের হার করছে।
তিনি দাবি করেন, পাসের হার কমার ফলে শিক্ষার গুণগত মান বৃদ্ধির একটি সুযোগ হয়েছে।
বরিশাল বোর্ডের ফল সূত্রে জানা গেছে, এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৮১ হাজার ৭২৮ জন। পাস করেছে ৬৪ হাজার ৯০২ জন। যার মধ্যে ৪০ হাজার ৪৯৬ ছাত্রী এবং ৪১ হাজার ৪৭২ জন ছাত্র।
উত্তীর্ণ পরীক্ষর্থীদের মধ্যে জিপিএ ৪-৫ পেয়েছে ১৯ হাজার ২৮৬ জন, জিপিএ ৩.৫-৪ পেয়েছে ১৭ হাজার ১৮০ জন, জিপিএ ৩-৩.৫ পেয়েছে ১৫ হাজার ০২ জন, জিপিএ ২-৩ পেয়েছে ১০ হাজার ৮২ জন এবং জিপিএ ১-২ পেয়েছে ১৩৯ জন।
গড় পাসের হার এবং জিপিএ-৫ এর বেলায় এবারও ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে। আর জেলা ভিত্তিক পাসের হারে ৮৩ দশমিক ০৩ ভাগ পাস করে ভোলা জেলা এগিয়ে।
বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি পাস করেছে। এ বিভাগে ১৯ হাজার ৯০৮ জনের মধ্যে পাস করেছে ১৭ হাজার ৬৫৬ জন। পাসের হার ৮৮ দশমিক ৬৯। মানবিক বিভাগে ৩৩ হাজার ৬০৬ জনের মধ্যে পাস করেছে ২৪ হাজার ৬৪২ জন। পাসের হার ৭৩ দশমিক ৩৩। বাণিজ্যিক বিভাগে ৪০ হাজার ৪৯৬ জনের মধ্যে পাস করেছে ৩২ হাজার ৪৩০ জন। পাসের হার ৭৯ দশমিক ৪১।
সাইফ আমীন/এসএস/এবিএস