পাবনার অবহেলিত এলাকায় বৈষম্য কমাতে কাজ করবে শেকড় ফাউন্ডেশন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৩ নভেম্বর ২০২৪

পাবনার অবহেলিত এলাকায় বৈষম্য কমাতে কাজ করবে শেকড় ফাউন্ডেশন। এ জন্য জেলার নয় উপজেলায় সর্বোচ্চ ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) ঢাকার উত্তরা বোট ক্লাবে আয়োজিত ফাউন্ডেশনের পরিচালনা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে বৈঠকে সহ-সভাপতি মো. ফজলুর রহমান, মো. মাসুদ খান, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে সংগঠনের উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানো ও সংগঠনের নিবন্ধন গ্রহণের ক্ষেত্রে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের (আরজেএসসি) বিষয়ে সিদ্ধান্ত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সদস্য হতে হলে নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে। সদস্যের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। এছাড়া মাসিক ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা যা বাৎসরিক আদায় কর যাবে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।