কুমিল্লা
তারেক রহমান-কায়কোবাদের মামলা প্রত্যাহারের দাবি হিন্দুদের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) মানুষজন।
শনিবার (২৩ নভেম্বর) সকালে মুরাদনগর উপজেলার ‘আল্লাহু চত্বর’ থেকে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আওয়ামী লীগ সরকারের আমলে দ্বিতীয় বার অধিকতর তদন্ত করে তারেক রহমান ও কায়কোবাদকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় কায়কোবাদের বিরুদ্ধে কোনো প্রমাণ বা সাক্ষী পাওয়া যায়নি। এরপরও ফ্যাসিস্ট সরকারের প্রহসনের রায়ে তারেক রহমান ও কায়কোবাদকে কারাদণ্ড দেওয়া হয়েছিল।
তারা বলেন, গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ১৭ বছর ধরে সংগ্রাম করেছে মুরাদনগরের বিএনপি-অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। হাজার মাইল দূরে থেকেও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে মুরাদনগরের নেতৃত্ব দিয়েছেন তিনি।
এ সময় দুলাল দেবনাথ, অরূপ নারায়ণ পোদ্দার পিংকু, অঞ্জন রায়, দ্বীন দয়াল পাল, অধ্যাপক নিতানন্দ রায়, দয়ানন্দ ঠাকুর, রতন দাস, প্রঞ্জিত কুমার মজুমদার, শংকর রায়, গৌরাঙ্গ দেবনাথ প্রমুখ।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম