রাঙ্গামাটিতে সাফজয়ী তিন পাহাড়ি কন্যাকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৩ নভেম্বর ২০২৪

সাফজয়ী পাহাড়ের তিন কন্যা রুপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমাকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকালে জেলার চিং হ্লা মং মারি স্টেডিয়ামে তাদের এ গণ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসন, রাঙ্গামাটি সেনা রিজিয়ন, পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে তিনজনকে তিন লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। এছাড়াও স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

রাঙ্গামাটিতে সাফজয়ী তিন পাহাড়ি কন্যাকে সংবর্ধনা

এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসনে খান, রাঙ্গামাটি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রি. জেনারেল শওকত ওসমান, জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় রাঙ্গামাটি ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকসহ মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে সফল তিন নারী ফুটবলারকে নিয়ে যাত্রা শুরু করে রাঙ্গামাটি শহররে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।

সাইফুল উদ্দীন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।