দিনাজপুর বোর্ডে কমেছে জিপিএ-৫
দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাসের হার বাড়লেও জিপিএ-৫ ও শতভাগ পাস করা স্কুলের সংখ্যা কমেছে।
প্রকাশিত ফলাফল অনুয়ায়ী, দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৮৯.৫৯ শতাংশ। যা ২০১৫ সালে ছিল ৮৫.৫০। এবার জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৮৯৯ জন শিক্ষার্থী। যা ২০১৫ সালে ছিল ১০ হাজার ৮৪২ জন।
এবার দিনাজপুর জেলায় ২টি স্কুলে কেউ পাস করেনি। ২০১৫ সালে এমন স্কুলের সংখ্যা ছিল ৫টি। শতভাগ পাস করেছে ২৬৯টি স্কুলের শিক্ষার্থীরা। ২০১৫ সালে শতভাগ পাসের স্কুলের সংখ্যা ছিল ৩২০টি
বুধবার দিনাজপুর শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এসএসসির ফলাফল প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। এজন্য পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমানকে দায়ী করছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।
এমদাদুল হক মিলন/এসএস/এমএস