নির্যাতনের শিকার সব নেতাকর্মীদের পাশে থাকবে বিএনপি: ডা. জাহিদ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২২ নভেম্বর ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সব বিভেদ ভুলে আগামীর জন্য দলের হয়ে কাজ করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের শিকার সব নেতাকর্মীদের পাশে থাকবে বিএনপি।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ উপজেলা হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নবাবগঞ্জ উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

নির্যাতনের শিকার সব নেতাকর্মীদের পাশে থাকবে বিএনপি: ডা. জাহিদ

তিনি বলেন, আমি মাত্র চৌদ্দ মাস জেলে থাকলেও দেশনেত্রী খালেদা জিয়াকে থাকতে হয়েছে ছয় বছর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছে, চিকিৎসায় বিদেশে থাকতে হচ্ছে, আরাফাত রহমান কোকোকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্যাতনের শিকার সব নেতাকর্মীদের পাশে থাকবে বিএনপি: ডা. জাহিদ

তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় রংপুর বিভাগীয় সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বখতিয়ার আহম্মেদের কচি, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মো. মাহাবুর রহমান/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।