ঝিনাইদহ
লোহাসদৃশ বস্তু তুলে নিয়ে পরিষ্কারের চেষ্টা, বিস্ফোরণে কৃষক আহত
ঝিনাইদহের ভিটশ্বর গ্রামে বিস্ফোরণে রিন্টু খা (৩৯) নামের এক কৃষকের তিনটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত রিন্টু খা ওই গ্রামের আশরাফ আলী খাঁর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের জমিতে সবজি লাগানোর জন্য কাজ করছিলেন রিন্টু খা। এক পর্যায়ে কোদালের সঙ্গে লোহাসদৃশ একটি বস্তু উঠে আসে। পরে ওই কৃষক সেটি বাড়ি নিয়ে যান। পরিষ্কার করার সময় সিমেন্টের স্লাবের সঙ্গে কোদাল দিয়ে আঘাত করলে সেটি বিস্ফোরিত হয়। এতে কৃষক রিন্টুর বাম হাতের ৩টি আঙুল ক্ষতিগ্রস্ত হয়।
আহত কৃষক রিন্টু খা বলেন, আসলে এটি বোমা নাকি অন্য কোনো বস্তু ছিল সেটি বুঝতে পারিনি। অল্পের জন্য আমার জীবন বেঁচে গেছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. গুলশান আরা বলেন, তার আঙুল পোড়া ছিল। সাধারণত কোনো কিছুর বিস্ফোরণে এমন ক্ষতের সৃষ্টি হয়।
ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) শরিফুল ইসলাম শরিফ জানান, কিছু একটা বিস্ফোরণ হয়েছে এটা সঠিক। কিন্তু সেটি আসলে কী ছিল সেটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জেআইএম