বিয়ের দিনক্ষণ চূড়ান্ত, তার আগেই ডেঙ্গুতে প্রাণ গেলো তামান্নার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২১ নভেম্বর ২০২৪
ইসরাত জাহান তামান্না

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিয়ে হওয়ার কথা ছিল ইসরাত জাহান তামান্নার (২৩)। ছেলে মোহাম্মদ সাহেদ থাকেন প্রবাসে। বিয়ে অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছিল কমিউনিটি সেন্টারও। বাড়িতে চলছিল উৎসবের আমেজ।

তবে সব আনন্দ-উচ্ছ্বাস ম্লান করে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ডেঙ্গু কেড়ে নিয়েছে তামান্নার জীবন। বুধবার (২০ নভেম্বর) রাতে মারা যান তিনি।

এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকায়। ওই এলাকার দিদারুল আলমের মেয়ে তামান্না।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইসরাত জাহান তামান্নার সঙ্গে পারিবারিকভাবে নগরীর বলিরহাট এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ সাহেদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। সাহেদ প্রবাসী। বিয়ে অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছিল কমিউনিটি সেন্টারও। কিন্তু কিছুদিন আগে হঠাৎ তানিয়ার গায়ে জ্বর দেখা দেয়। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হতে লাগলে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। পরে তাকে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করানো হয়।

সেখানেও অবস্থার অবনতি হতে থাকলে আরেকটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। দুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।

তামান্নার মামা শাহেদ মিয়া বদি বলেন, ‘মনকে বোঝাতে পারছি না। ভাগ্নিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু ভুল চিকিৎসার কারণে আমার ভাগ্নি মারা গেলো।’

তিনি আরও বলেন, ‘যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে ওমানে থাকে। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশে আসছে। কিন্তু দুঃখের বিষয় ভাগ্নি পৃথিবীতে আর নেই।’

এম মাঈন উদ্দিন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।