যশোরে দুই সাংবাদিককে মারধর, ক্যামেরা ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২০ নভেম্বর ২০২৪

যশোরের ঝিকরগাছায় পেশাগত দায়িত্ব পালনকালে ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার জিয়াউল হক ও ক্যামেরাপার্সন শরীফ বাঙালিকে মারধর করেছে সন্ত্রাসীরা। এসময় দুর্বৃত্তরা তাদের ক্যামেরা ভাঙচুর করে মোবাইল ছিনিয়ে নেয়।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হচ্ছে।

সাংবাদিক জিয়াউল হক জানান, ওই এলাকার মকবুল হোসেনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে একাধিক জমি দখল, মারধর ও নির্যাতনের অভিযোগ রয়েছে। এর মধ্যে মকবুলের ছেলে ফখরুল ইসলাম ৩৭ ব্যাচে পুলিশের এএসপি হওয়ার পর তাদের দাপট আরও বেড়ে যায়। বিগত ১০ বছরে অবৈধ প্রভাব খাটিয়ে মকবুল ও ফখরুল কয়েকগুণ জমি দখল করে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেলা দেড়টার দিকে কৃষ্ণনগর এলাকায় মকবুল ও এএসপি ফখরুলের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা এ হামলা করে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মিলন রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।