নওগাঁয় জমি নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২০ নভেম্বর ২০২৪
প্রতীকী ছবি

নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় শহরের সুলতানপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম ওই মহল্লার জসিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী মান্নানের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল নজরুল ইসলামের। সকালে ওই জমির বেশ কয়েকটি আম গাছ কাটাকে কেন্দ্র করে মান্নান ও নজরুলের পরিবারের মাঝে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ধারালো বটি দিয়ে নজরুলকে কুপিয়ে পালিয়ে যায় মান্নান। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে একটি বটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ময়নাতদন্ত শেষে তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

আরমান হোসেন রুমন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।