কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৪ শতাংশ


প্রকাশিত: ০৪:৫৭ এএম, ১১ মে ২০১৬
ফাইল ছবি

কুমিল্লা শিক্ষাবোর্ডে চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৪ ভাগ। এর মধ্যে জিপিএ ৫.০০ পেয়েছে ৬ হাজার ৯৫৪ জন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, এবার কুমিল্লা শিক্ষাবোর্ডে মাধ্যমিক (এসএসসি) ও সমমানের মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬০ হাজার ৫১৭ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪.৭৯, মানবিক বিভাগে ৭২.৪১ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৪.৫৮ ভাগ।

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।