চারদিন পর আরিচা-কাজিরহাট নৌরুট স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২০ নভেম্বর ২০২৪

চারদিন পর আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে পণ্যবাহী ট্রাক নিয়ে ধানসিঁড়ি, শাহ আলী ও খানজাহান আলী কাজীরহাটের উদ্দেশে ছেড়ে যায়

এর আগে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দুদিন পর সোমবার (১৮ নভেম্বর) পরীক্ষামূলক ফেরি ছাড়লেও মাঝ যমুনার ডুবোচরে আটকে যায়।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, নৌরুটের চ্যানেলে বালু-মাটি জমে ডুবো চরের সৃষ্টি হয়। এতে ফেরি চলাচলের সময় তলা আটকে যাচ্ছিল। এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে আরিচা এবং কাজীরহাট উভয় ঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন আটকে ছিল। বিকেল নাগাদ ঘাট এলাকায় অপেক্ষারত যানবাহন পারাপার হতে পারবে।

একই সংকটে চলতি মাসে তৃতীয়বারের মতো বন্ধ হয় এ পথে ফেরি চলাচল। ১ নভেম্বর রাত ১০টা থেকে সাড়ে ৩৭ ঘণ্টা এবং ৮ নভেম্বর রাত ১১টা থেকে ৬১ ঘণ্টা ৩০ মিনিট ফেরি চলাচল বন্ধ ছিল। পরীক্ষামূলকভাবে সোমবার (১৮ নভেম্বর) ফেরি ছাড়লেও মাঝ যমুনায় আটকে যায় ফেরি ধানসিঁড়ি।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।