টিফিনবক্সে বিষ, হাসপাতালে ভর্তি স্কুলছাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৩২ এএম, ২০ নভেম্বর ২০২৪

কুমিল্লার চান্দিনায় বিদ্যালয়ের তিন ছাত্রীর টিফিনে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহিনুর আক্তার নামে নবম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলার চিলোড়া পূর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন ওই শিক্ষার্থীর স্বজনরা।

আহত শিক্ষার্থী শাহিনুর আক্তার জানায়, সোমবার বাড়ি থেকে টিফিন বক্সে দুপুরের খাবার নিয়ে এসে তিন বান্ধবী বিদ্যালয়ের লাইব্রেরীতে রাখে। টিফিনের সময় সে টিফিনবক্স থেকে খাবার খাওয়ার সময় বিষের গন্ধ পায়। একই সময় তার বান্ধবী মীম ও মুন্নিও টিফিনবক্স খুলে বিষের গন্ধ পায়। এরপর তারা ভাতগুলো খায়নি। শাহিনুর কয়েক লোকমা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সে আরও জানায়, বেশ কিছুদিন যাবৎ বিদ্যালয়ের কিছু ছাত্র একই বিদ্যালয়ের দুই শিক্ষককে জড়িয়ে তাদেরকে কুরুচিপূর্ণ কথা বলছে। পেছন থেকে ঢিল ছুড়ে বিরক্ত করে।

এ বিষয়ে শাহিনুর আক্তারের মা আকলিমা আক্তার বলেন, বিদ্যালয়ে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি এ ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল বলেন, শিক্ষার্থীরা বাড়ি থেকে ওই খাবার এনেছে। সেগুলো নিয়ে প্রাইভেটও পড়েছে। এখন ওই খাদ্যদ্রব্যে বিষ কোথা থেকে এসেছে সঠিকভাবে বলা সম্ভব নয়। এছাড়া খাদ্যদ্রব্যগুলো আমরা পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছি। কিন্তু সেখানে পরীক্ষা হয় না বলে কর্তব্যরত ডাক্তাররা জানিয়েছেন। ঢাকা ও চট্টগ্রামে পরীক্ষা করার জন্য তারা পরামর্শ দিয়েছেন। ভাতে বিষ ছিলো কি না বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষাঘারে নিয়ে যাওয়া হবে বলেও তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান বলেন, ওই ছাত্রীকে আমরা বিষক্রিয়ার রোগী হিসেবেই চিকিৎসা দিচ্ছি। তবে ওই খাদ্যদ্রব্য ল্যাব পরীক্ষা ছাড়া কোনো কিছুই বলা সম্ভব নয়। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।