তিন শতাংশ জমি নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:২০ এএম, ২০ নভেম্বর ২০২৪

নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় দু’দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিন শতাংশ জমি নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, তিন শতাংশ জমি নিয়ে কায়েমকোলা গ্রামের জোয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস গ্রুপের সঙ্গে পার্শ্ববর্তী নওপাড়া গ্রামের বিএনপি সমর্থক দুলাল গ্রুপের লোকজনের বিরোধ চলে আসছিল। দুপুরে জমি সংক্রান্ত এই বিরোধ মীমাংসার জন্য নওপাড়া গ্রামে সালিশ বসে। সালিশে কথা কাটাকাটির এক পর্যায়ে দুলাল গ্রুপের লোকজন জুলহাস গ্রুপের লোকজনের ওপর হামলা করে। এ সময় জুলহাসের ৫ সমর্থক আহত হন।

এরই জের ধরে সন্ধ্যায় জুলহাসের লোকজন ফের সংগঠিত হয়ে আহমেদপুর বাজারে এলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুলাল গ্রুপের ৫ জন আহত হন। এ সময় স্থানীয় বিএনপি অফিসে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।

রেজাউল করিম রেজা/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।