খুলনায় ১৭ প্রতিষ্ঠানকে দুই লাখ ২২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:০১ পিএম, ১৯ নভেম্বর ২০২৪

খুলনায় ১৭ প্রতিষ্ঠানকে দুই লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে মনিরামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসানের নেতৃত্বে তালা উপজেলার সুরুলিয়া ও পাটকেলঘাটা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডলের নেতৃত্বে সদর উপজেলার কলেজ মোড় ও কাজী নজরুল ইসলাম সড়ক এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে কালিগঞ্জ উপজেলার নিমতলা বাজার ও থানা রোড এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার বামনপাড়া ও বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারে দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে কচুয়া উপজেলার দেপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আলমগীর হান্নান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।