সিলেট

সাংবাদিক তুরাব হত্যায় কনস্টেবল উজ্জ্বল ৫ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১৮ নভেম্বর ২০২৪

সিলেটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সাংবাদিক তুরাব হত্যা মামলার অন্যতম আসামি পুলিশ সদস্য উজ্জ্বল সিনহাকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (১৭ নভেম্বর) রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (১৮ নভেম্বর) দুপুরে তাকে সিলেটের আদালতে তুলে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়।

শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মোমেন পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামি উজ্জ্বল সিনহা জুলাই অভ্যুত্থানের সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন। গ্রেফতার সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।

সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে সাংবাদিক তুরাব হত্যার ঘটনায় দুটি মামলা করা হয়েছে। এসএমপির কোতোয়ালি মডেল থানায় একটি ও অন্যটি আদালতে। গত ৮ অক্টোবর কোতোয়ালি থানায় করা মামলাটি আদালতের নির্দেশে পিবিআইয়ে হস্তান্তর করা হয়। এর পরপরই মামলার তদন্তে নামে পিবিআই। রোববার রাতে ঢাকা থেকে উজ্জ্বল সিনহাকে গ্রেফতার করে সংস্থাটি।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোহাম্মদ মুরছালিন জাগো নিউজকে বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পরপরই কাজ শুরু করেছি। এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককেই খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।

আহমেদ জামিল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।