জামাতুল আনসারের ১০ জনের জামিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১৮ নভেম্বর ২০২৪

বান্দরবানে দেশদ্রোহী ও নাশকতা মামলায় র‍্যাবের অভিযানে গ্রেফতার জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১০ সদস্যের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন বরিশালের কোতোয়ালি এলাকার আব্দুস সালাম (২৮), পটুয়াখালী মহিপুর এলাকার মো. ওবায়দুল্লাহ (৩০), কুমিল্লার লাকসাম এলাকার যোবাইয়ের আহম্মেদ (২৯), পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার জুয়েল মাহামুদ (২৭), দশমিনা এলাকার শামীম হোসেন (২৬), মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী এলাকার রিয়াজ শেখ (২৪), বরগুনার বেতাগী এলাকার সোহেল মোল্লা (২২), মাগুরা বালিদিয়া এলাকার আবু হোরায়রা (২২), কুমিল্লা সদর এলাকার দিদার হোসেন ও (২৫) চট্টগ্রামের মোহাম্মদপুর এলাকার ইমরান হোসেন (৩৫)।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩২ সদস্যকে গ্রেফতার করে র‍্যাব। আজ আবেদনের পরিপ্রেক্ষিতে ১০ জনকে জামিন দেন আদালত।

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি জয়নাল আবেদিন ভূঁইয়া বলেন, জনপ্রতি পাঁচ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন আদালত।

নয়ন চক্রবর্তী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।