ছাত্ররা রাজনৈতিক দল করবে কি না জনগণ নির্ধারণ করবে: সারজিস
সাধারণ ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না তা জনগণই নির্ধারণ করবে বলে উল্লেখ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, আমাদের দেশে আরও কয়েকটি দল দরকার। কারণ যত দল বাড়বে তত জবাবদিহিতা বাড়বে। দেশকে এগিয়ে নিতে হলে মাইনাস টু ফর্মুলা বাদ দিয়ে প্লাস টু ফর্মুলা করতে হবে। তাহলেই দেশ দ্রুত আগাবে।
তিনি বলেন, আমরা মনে করি, ১০০ দিনে এই সরকারের কাছে যতটুকু আশা করেছিলাম সে অনুযায়ী আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। কিন্তু এই ১০০ দিনে সরকারের অবস্থান আরও ভালো হতো, যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা করতো। এ দেশের রাজনৈতিক দলগুলো দেশের কথা, দেশের মানুষের কথা না ভেবে নিজের ব্যক্তিগত ও দলীয় স্বার্থ প্রাধান্য পায় সেদিকেই দেখে।
সারজিস আলম আরও বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে স্বচ্ছ নির্বাচন কমিশন, স্বচ্ছ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরকার। যথাযথ যৌক্তিক সময় দরকার সরকারের। ছয় মাস সরকারের জন্য কোনো যৌক্তিক সময় হবে না। তেমনি আবার তিন থেকে পাঁচ বছরের মেয়াদকালও যৌক্তিক হবে না।
আরিফ উর রহমান টগর/জেডএইচ/