আজিজুল বারী হেলাল

আর সংস্কার নয়, জনগণ নির্বাচনের রোডম্যাপ দেখতে চায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৭ নভেম্বর ২০২৪

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ছাত্রদলের সাবেক নেতা আজিজুল বারী হেলাল বলেছেন, আর সংস্কার নয়, নির্বাচনের রোড ম্যাপ দেখতে চায় জনগণ। সংস্কার বলে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন না দিয়ে জনগণের আস্থা হারাচ্ছে।

তিনি বলেন, বিগত সরকার সন্ত্রাস, চাঁদাবাজি ও দলবাজির রাজনীতিতে বিশ্বাসী ছিল। গত ৫ আগস্টের পর বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী দখলবাজি বা চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হয় নাই। যারা দখলবাজ সন্ত্রাসবাদ এবং মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তারা কোনো বিএনপির নেতাকর্মী হতে পারে না। বিএনপির নামে এরকম কোনো অভিযোগ এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, বিএনপি সর্বদা শান্তি সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এ কারণে বার বার জনগণের রায় নিয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করেছে।

সমাবেশে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম-আহ্বায়ক আবু হোসন বাবু, জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম ও এনামুল হক সজল বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে ও সদস্যসচিব জাবেদ হোসেন মল্লিকের পরিচালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বিকাশ মিত্র, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনসার আলী বিশ্বাস ও শেখ আবু সাঈদ উপস্থিত ছিলেন।

আলমগীর হান্নান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।