সোনারগাঁ

অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনায় তিতাসের মামলা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১৫ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় তিতাস গ্যাসের পাইপ লাইন থেকে অবৈধ গ্যাস সংযোগ নেওয়াকালীন ভয়াবহ বিস্ফোরণে সাতজন শ্রমিক অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় মামলা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মামলায় ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁও জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম বাদী হয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে সোনারগাঁও থানায় মামলাটি করেন।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১১ নভেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় লাভলী সিনেমা হল সংলগ্ন শিশির জুয়েলার্স দোকানের সামনে গর্ত করে তিতাস গ্যাসের পাইপ লাইন থেকে ১৪-১৫ জনের একটি চক্র অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার কাজ শুরু করে। সেসময় আকস্মিক ভয়াবহ বিস্ফোরণে সেখানে কর্মরত সাতজন শ্রমিক দগ্ধ হন।

জাতীয় বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, সাতজনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এদের মধ্যে চারজনকে ভর্তি রাখা হয়েছে।

প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, বর্তমানে সরকারিভাবে আবাসিকে বৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। তাই একটি চক্র সোমবার মধ্যরাতে কাঁচপুর সোনাপুর এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করছিল। এসময় ভয়াবহ বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এরই মধ্যে বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।