জুমার নামাজে যাওয়ার সময় মুসল্লিকে কুপিয়ে আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৫ নভেম্বর ২০২৪

জমি সংক্রান্ত বিরোধের জেরে সেকেন মাতুব্বর (৬৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় ফরিদপুরের পশ্চিম কাফুরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সেকেন মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গেরদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. জব্বার শেখের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশী লিটু সিকদার ও রাজু সিকদার গংদের। শুক্রবার দুপুরে আ. জব্বার, সেকেন মাতুব্বরসহ কয়েকজন স্থানীয় মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন।

এসময় তাদের ওপর রামদা ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান লিটু সিকদার, রাজু সিকদারসহ আরও কয়েকজন। আত্মরক্ষার্থে প্রতিবেশীদের বাড়িতে ঢুকে পড়েন তারা। এসময় এসকেন প্রামাণিকের ঘরে লুকিয়ে থাকেন সেকেন মাতুব্বর। পরবর্তীতে হামলাকারীরা সেখানে গিয়ে সেকেন মাতুব্বরকে কুপিয়ে আহত করে।

এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি আ. জব্বার শেখ বলেন, লিটু, রাজু সিকদার গংদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। তারা আওয়ামী লীগ করার কারণে দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা চালায় এবং বিভিন্ন সময় আমাদের ওপর হামলা চালিয়ে মারপিট করে। এ নিয়ে থানায় মামলাও রয়েছে। শুক্রবার নামাজে যাওয়ার সময় আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আমরা কয়েকজন দৌড়ে পালাতে পারলেও সেকেনকে কুপিয়ে আহত করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত লিটু সিকদার ও রাজু সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা ফোন না ধরায় বক্তব্য জানা যায়নি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।