শামীম ওসমানকে প্রধান করে ৯৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৫ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন মো. আল-আমিন (৩৬) নামের এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি একেএম শামীম ওসমানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ৯৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন ভুক্তভোগী নিজে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

উল্লেখযোগ্য আসামিরা হলেন শামীম ওসমানের ছেলে একেএম অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫), নাসিক ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর উদ্দিন মিয়া (৫৫) ও ৩ নম্বর ওয়ার্ডের শাহজালাল বাদল (৪২)।

মামলা সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মিতালি মার্কেটের সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় ভুক্তভোগীসহ আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালান আসামিরা। ওইসময় জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলার একপর্যায়ে আল-আমিনের ডান হাতে লোহার রডের আঘাত লেগে হাড় ভেঙে যায়। পরে ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।