চাচাকে গলাকেটে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৫ নভেম্বর ২০২৪

শেরপুরের নকলায় চাচাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার দুই সন্তানের ওপর। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাও মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আইয়্যুব আলী (৬৫) রুনীগাওয়ের দছির উদ্দিন মেম্বারের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন। এ ঘটনার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাতিজা মুকুল মিয়া (৪৫) ও তার দুই ছেলে মহসিন হাসান (২৩) এবং জিহান হাসানকে (২০) আটক করেছে পুলিশ।

নিহতের ছেলে রাজন মিয়া বলেন, আমাদের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে মুকুল মিয়ার দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই ক্ষোভে আমার বাবা আইয়্যুব আলীকে দুদিন আগে হত্যার হুমকি দিয়েছিলেন মুকুল মিয়া। আমার বাবা দর্জির কাজ করে সংসার চালাতেন। প্রতিদিনের মতো সকাল ৯টায় দোকানে যান। কিন্তু গতরাতে বাড়ি ফিরতে দেরি হচ্ছিল তার। মোবাইল বন্ধ পেয়ে বাজারে খোঁজ নিয়ে জানতে পারি, রাত ১০টার দিকে কাজ শেষ করে বাড়ি চলে গেছেন তিনি।

পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরপাড়ে আইয়্যুব আলীর জুতা ও বাজারের ব্যাগ দেখতে পান স্থানীয়রা। তারপাশে পুকুরে গলা কাটা অবস্থায় মাথার অংশ ডুবে ছিল।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, রাতে রুনীগাও মধ্যপাড়া এলাকায় আইয়্যুব আলী নামের এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায়, বুকে ও চোখের ওপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের প্রাথমিক অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা রাতেই তিনজনকে আটক করেছি। যাচাই-বাছাই চলছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইমরান হাসান রাব্বী/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।