এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ

কুমিল্লা বোর্ডে ৩৩১ জনের ফল পরিবর্তন, জিপিএ-৫ আরও ৩৬ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৫৯ এএম, ১৫ নভেম্বর ২০২৪

২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় ফলাফল পুনঃনিরীক্ষণে কুমিল্লা শিক্ষাবোর্ডে ৩৩১ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৯৩ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন এবং গ্রেড পরিবর্তন হয়েছে ২০২ জনের।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে পুনঃমূল্যায়নের ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর এইচএসসি ২০২৪ সালের ফল প্রকাশ হয়। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হয় ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন ২১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থী।

এসব পরীক্ষার্থীর ৫৮ হাজার ৮২৬টি উত্তরপত্র পুনরায় যাচাই করা হয়েছে। এর মধ্যে ফল পরিবর্তন হয়েছে ৩৩১ জনের। ফেল থেকে পাস করেছে ৯৩ জন, নতুন জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন এবং গ্রেড পরিবর্তন হয়েছে ২০২ জনের।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান বলেন, বোর্ডের নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ এবং পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ করা হয়েছে। শিক্ষার্থীদের খাতা পুনঃমূল্যায়নের পর বৃহস্পতিবার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/কেএএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।