যুবদল নেতাকে মারধর করায় বিএনপির তিন নেতাকে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৪ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জের কাজীপুরে যুবদলের তিন নেতাকে মারধরের অভিযোগে বিএনপির তিন নেতাকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ সই করা পত্রে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুভগাছা ইউনিয়ন যুবদলের তিন নেতাকে নির্মমভাবে পিটিয়ে আহত করার ঘটনায় সরাসরি সম্পৃক্ততা থাকায় কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এ বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে অনুরোধ করা হলো।

শোকজপ্রাপ্তরা হলেন উপজেলার শুভগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শওকত হোসেন ও সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রতন।

সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ওই তিন নেতাকে আজ শোকজ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের জবাবের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এম এ মালেক/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।