ডাকাতির ১৮ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত মালামালসহ চারজন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১৪ নভেম্বর ২০২৪

নাটোর শহরের মীরপাড়া ও পালপাড়া দুটি বাড়িতে ডাকাতির ১৮ ঘণ্টার মধ্যে চার জনকে লুণ্ঠিত সোনা ও নগদ টাকা এবং দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থকে একটি সোনার চেইন, একটি সোনার আংটি, চাপাতি, ছড়া, দুটি হাসোয়া, দুটি মোবাইল এবং সোনা বিক্রির ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

ডাকাতির ১৮ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত মালামালসহ চারজন গ্রেফতার

গ্রেফতাররা হলেন- নাটোর শহরের আলাইপুর মহল্লার আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে মোহাম্মদ রনি (৩৬), তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার মৃত হারুন আলীর ছেলে সবুজ (২৭), সিংড়া উপজেলার মারি মহিষমারি গ্রামের আতাউলের ছেলে এনামুল হক (২৮) এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার দাঁড়িয়া গাথি গ্রামের নীলাচন্দ্র ছেলে মিন্টু কুমার (৩২)।

সংবাদ সম্মেলনে নাটোর পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, ১৩ নভেম্বর রাতে শহরের পালপাড়া ও মীরপাড়া এলাকার দুটি বাড়িতে মুখোশধারী ছয় ডাকাত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালংকার লুটে নেয়। এ ঘটনায় মীরপাড়া মহল্লার উত্তম কুমার সাহা এবং পালপাড়া মহল্লার স্বপন কুমার কুন্ডু নাটোর থানায় দুটি পৃথক মামলা করেন।

রেজাউল করিম রেজা/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।