বড় ভাইকে খুনের ঘটনায় ছোট ভাইয়ের ফাঁসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৪ নভেম্বর ২০২৪

গাইবান্ধায় হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নিরঞ্জন কুমার ঘোষ।

এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর সাদুল্লাপুর উপজেলার হাসানপাড়া আরিফ বিল্লাহর সঙ্গে তার মা হামিদা বেগমের রাতে ভাত খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আরিফ বিল্লাহর বড় ভাই শহিদুলের সঙ্গে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে শহিদুলের মাথায় আঘাত করেন।

শহিদুলকে গুরুত্বর অবস্থায় প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থা অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর সকালে মারা যান তিনি।

ওই বছরের পরের দিন ২০ সেপ্টেম্বর দুপুরে নিহত শহিদুলের স্ত্রী তাসফুরা আকতার বাদী হয়ে সাদুল্লাপুর থানায় আরিফ বিল্লাহকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

এ মামলায় মোট পাঁচজনকে সাক্ষী করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়
ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন নিরঞ্জন কুমার ঘোষ ও আসামি পক্ষে ছিলেন আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু।

বাদীর আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ বলেন, আদালত যে রায় দিয়েছেন এতে আমরা সন্তুষ্ট।

আসামিপক্ষের আইনজীবী আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু বলেন, রায়ে আমরা অসন্তোষ প্রকাশ করছি। উচ্চ আদালতে যাবো। আশা করছি সেখানে ন্যায়বিচার পাবো।

এ এইচ শামীম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।