যৌন হয়রানির অভিযোগ

নাটোরে প্রধান শিক্ষকের বিচার দাবিতে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৩ নভেম্বর ২০২৪

যৌন হয়রানির অভিযোগে নাটোরের হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ মৃধার অপসারণ ও বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী-অভিভাবকরা। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার নাটোর ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অবরোধকারীরা জানান, হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ মৃধা দীর্ঘদিন ধরে ক্লাসরুমে এবং শিক্ষকদের রুমে নিয়ে শিশুদের যৌন হয়রানি করে আসছেন। বিষয়টি শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানায়। এরই পরিপ্রেক্ষিতে অভিভাবক এবং শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেন।

এসময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে যায়। প্রধান শিক্ষক অহিদ মৃধাকে আটকের পর সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, এলাকাবাসী ও অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ করেছে। আমরা সেগুলো খতিয়ে দেখবো। সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।