নাফ নদী থেকে ৬ শ্রমিককে নিয়ে গেছে আরাকান আর্মি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০২:১২ পিএম, ১৩ নভেম্বর ২০২৪

কক্সবাজারে নাফ নদী থেকে ছয় নির্মাণ শ্রমিককে ধরে নিয়ে গেছে মিয়ানমারে বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মি। তারা টেকনাফ থেকে দুটি ট্রলারে করে বালি ও সিমেন্ট নিয়ে সেন্টমার্টিনে যাওয়ার পথে আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

টেকনাফ ও সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেনছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরের দিকে বাংলাদেশি ছয় নির্মাণ শ্রমিক দুটি ট্রলারে বালি ও সিমেন্ট নিয়ে টেকনাফ থেকে নাফ নদী হয়ে সেন্টমার্টিনে যাচ্ছিল। তারা ভুলবশত বাংলাদেশের সীমানা অতিক্রম করে নাফ নদীর মোহনায় মিয়ানমারের অভ্যন্তরে নাইক্ষ্যংদিয়া সংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা সশস্ত্র অবস্থায় এসে তাদেরকে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আটকের একদিন পার হলেও আরাকান আর্মি এখনও তাদের ছেড়ে দেয়নি। আটকরা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।

জাহাঙ্গীর আলম/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।