তিন মাস পর সিরাজগঞ্জ এক্সপ্রেস চলবে ১৫ নভেম্বর

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০১:৩১ পিএম, ১৩ নভেম্বর ২০২৪

৩ মাস বন্ধ থাকার পর ঢাকা-সিরাজগঞ্জ রুটে চলাচলকারী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর। পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকশী রেলওয়ে বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় সিরাজগঞ্জ বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশন ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত এ দুটি স্টেশনের মেরামত কাজ চলমান রয়েছে।

পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ জানান, সিরাজগঞ্জ বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনের মেরামত কাজ চলমান রয়েছে। ২০ নভেম্বরের মধ্যে মেরামত কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ নভেম্বর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হবে।

শেখ মহসীন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।