উখিয়ার ক্যাম্প থেকে বিদেশি পিস্তল-গুলিসহ ৩ রোহিঙ্গা আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ১২:৪৪ পিএম, ১৩ নভেম্বর ২০২৪

কক্সবাজারের উখিয়ার ক্যাম্প থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন পুলিশ।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ এর আব্দুর রহমানের ছেলে মো.আজিজ (২২) একই ক্যাম্পের মো. হোসেনের ছেলে ইকবাল হোসেন (২৫) ও বক্তার আহম্মদের ছেলে মো. এনাম (১৯)।

তিনি বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ক্যাম্প-৯ এর এইচ/৫ ব্লকস্থ লার্নিং সেন্টারের সামনের অভিযান পরিচালনা করে তিন রোহিঙ্গা যুবককে আটক করা হয়। পরে তাদের তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটকদের বিষয়ে আইনগত ব্যবস্থা চলছে।

জাহাঙ্গীর আলম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।