অনুষ্ঠানে বক্তারা

কৃষকদের মূল্যায়ন না করায় তৈরি হয় সিন্ডিকেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৪৪ এএম, ১৩ নভেম্বর ২০২৪

আমরা কৃষকদের মূল্যায়ন করতে জানি না। যে কারণে তৈরি হয় সিন্ডিকেট। কৃষক বঞ্চিত হয়। এজন্য কৃষকদের মূল্যায়ন করতে হবে। আমরা যদি ব্যক্তি পর্যায়ে কৃষিপণ্য উৎপাদন করতে পারি, তাহলে বাজারে জোগান বাড়বে। দামও কমবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গোমেতি সংবাদ আয়োজিত সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সাত শতাধিক শিক্ষার্থীর মাঝে সবজির চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথি ছিলেন কুমিল্লা গোমতী হাসপাতালের চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল লতিফ, গোমেতি সংবাদ সম্পাদক মোবারক হোসেন, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান, গভর্নিং বডির সদস্য মিজানুর রহমান খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

জাহিদ পাটোয়ারী/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।