হিন্দু বাড়িতে হামলা মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০:৪৩ পিএম, ১২ নভেম্বর ২০২৪

কিশোরগঞ্জের সদর উপজেলা রশিদাবাদ ইউনিয়নের ব্রাহ্মণ কচুরি গ্রামের গীতা রানী বর্মনের বাড়িতে হামলা ও লুটপাট মামলার প্রধান আসামি বিএনপি নেতা ইদ্রিস মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব। 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেফতার ইদ্রিস মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির সদস্য এবং রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি। পরে এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৫ আগস্ট ইদ্রিস মিয়ার নেতৃত্বে ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ব্রাহ্মণকচুরি গ্রামের বাসিন্দা প্রয়াত জয় কৃষ্ণ বর্মনের স্ত্রী গীতা রানী বর্মনের (৬৫) বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া বাড়ির আলমাড়ি ও শোকেস ভেঙে নগদ ১৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট করেন তারা। এ ঘটনায় গীতা রানী বর্মন বাদী হয়ে ইদ্রিস মিয়াকে প্রধান আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসকে রাসেল/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।