বিগত সময়ে স্বাধীন সাংবাদিকতা দেখিনি: রোবায়েত ফেরদৌস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১২ নভেম্বর ২০২৪

বিগত সময়ে স্বাধীন সাংবাদিকতা দেখিনি। সাংবাদিকতাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন আমাদের সম্পাদকরা। সাংবাদিকতার বইয়ের প্রথম লাইন হচ্ছে ‘পৃথিবীর প্রত্যেকটা সরকার মিথ্যা বলে, প্রত্যেকটা সরকার তথ্য লুকাতে চায়। সাংবাদিকের কাজ হচ্ছে সত্য তুলে এনে প্রকাশ করে দেওয়া বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা পাঠাগারে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

রোবায়েত ফেরদৌস বলেন, বিগত সরকারের আমলে নারায়ণগঞ্জে একটা মাফিয়া তৈরি হয়েছে। শামীম ওসমান এটা কন্ট্রোল করতেন। পুরো দেশে এমন ছোট-ছোট মাফিয়া তৈরি হয়েছিল। সব মানুষের দেশ বাংলাদেশ হয়নি। হয়েছে লুটেরা ভূমিদস্যু, পাচারকারী, সালমান এফ রহমান, শামীম ওসমান, বেনজীর, মতিউরের রাষ্ট্র হয়েছে। আমার, আপনার রাষ্ট্র হয়নি। জনগণের রাষ্ট্র তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, সরকারকে কাজের জন্য সংসদে জবাবদিহিতা করতে হবে। কিন্তু আমরা দেখেছি ভোটের নামে শেখ হাসিনা কিভাবে প্রহসন করেছেন। এ পার্লামেন্টে কোনো জবাবদিহিতা নেই।

রোবায়েত ফেরদৌস বলেন, সংবিধান সংস্কার করতে হবে, এবং এর সমালোচনাও করতে হবে। শেখ হাসিনার সময়ে প্রশ্ন তোলা যেত না। আমরা দেখেছি শিক্ষক, সাংবাদিকদের গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন তোলা, চ্যালেঞ্জ করার ক্ষমতা দিতে হবে। দোষ হাসিনার না, দোষ খালেদার না। যেই সংবিধান আর রাষ্ট্র কাঠামো বানিয়েছি, তার স্ট্র্যাকচারটাই হচ্ছে স্বৈরাচারে পরিণত করা। তাই ক্ষমতাকে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করা যায় সেটি ভাবতে হবে।

নারায়ণগঞ্জ জেলা সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক ও আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী নুরুদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।