ভারতে পালানোর সময় বেনাপোলে গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১২ নভেম্বর ২০২৪

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে অর্থঋন মামলায় ৬ মাসের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার বোরহান হিমু (৩৭) ঢাকার চকবাজার থানার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি চকবাজার থানার আগা নওয়াব দেউড়ি এলাকার মোহাম্মদ ইকবাল হোসেনের ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরের দিকে ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাই করা হয়। আগে থেকেই তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন পুলিশের কাছে স্বীকারোক্তিতে বোরহান হিমু জানান, তিনি ঢাকার চকবাজার থানায় অর্থঋন মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি।

তাকে পোর্ট থানা বেনাপোলে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে চকবাজার থানায় প্রেরণ করা হবে বলে জানান ওসি।

মো. জামাল হোসেন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।