যশোরকে বিভাগ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১০ মে ২০১৬

যশোরকে বিভাগ ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে যশোর বিভাগ আন্দোলন পরিষদ। মঙ্গলবার সকালে যশোর কালেক্টরেট চত্বরে বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ’ নাগরিক দাবি আদায়ের জন্য এ অবস্থান কর্মসূচি পালন করেন।

যশোর বিভাগ আন্দোলন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হকের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য মঈনউদ্দীন মিয়াজী, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট পিযুষকান্তি ভট্টাচার্য, মাস্টার নূর জালাল, ওয়ার্কার্স পার্টি নেতা ইকবাল কবির জাহিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি ডিএম শাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, কবি ফখরে আলম প্রমুখ।  

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, যশোর হচ্ছে বৃটিশ ভারতের প্রথম জেলা। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ যশোর আজ অবহেলার জনপদে পরিণত হয়েছে। অথচ দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল থেকে বছরে কয়েক হাজার কোটি টাকা সরকারের রাজস্ব আদায় হয়। কিন্তু এরপরও একটি বৃহত্তর প্রশাসনিক ইউনিট না হওয়ায় যশোর উন্নয়নের ক্ষেত্রে প্রতিনিয়তই বঞ্চিত হচ্ছে। এজন্য নেতৃবৃন্দ অবিলম্বে যশোরকে বিভাগ ঘোষণার দাবি জানান।

অবস্থান কর্মসূচি শেষে নেতৃবৃন্দ যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন স্মারকলিপিটি গ্রহণ করেন।

মিলন রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।